শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: জেনেসিস বার্তা সাহিত্য জগতে এক সুপরিচিত নাম। এই সাহিত্য পত্রিকা সবসময় নতুন নতুন লেখক – লেখিকাদেরকে সুযোগ দিয়ে থাকে। তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে থাকে সাহিত্য জগতে এগিয়ে যাওয়ার জন্য।
১৮ ই অক্টোবর, জেনেসিস বার্তার পুজো সংখ্যা ২০২০ এর সুন্দর প্রকাশ ঘটেছিলো। প্রত্যেক বছরের মতো এই বছরও এর মূল আকর্ষণ হল এর অপূর্ব প্রচ্ছদ। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। এবারের প্রচ্ছদও যথেষ্ট গ্ল্যামারাস হয়েছে।
এবারের পুজো সংখ্যার কলেবরও হয়েছে বৃহৎ। এতে ৭৫ জন নবীণ-প্রবীণ কবি, লেখক ও লেখিকাদের মোট ৮২টি লেখা পেয়েছে স্থান। এতে রয়েছে বিপুল সাহিত্যের সমাহার। এতে আছে কবিতা, গল্প, প্রবন্ধ, ভ্রমণ-কাহিনী প্রভৃতি। জেনেসিস বার্তার সম্পাদক অনিন্দ্য ঘোষ মহাশয় ও সহ-সম্পাদিকা কৌষিকী দাশগুপ্তা মহাশয়া অক্লান্ত পরিশ্রম করেছেন এর সার্থক রূপায়ণে। যা সত্যিই অতুলণীয়। এবারের পুজো সংখ্যা উৎসর্গ করা হয়েছে পরিযায়ী শ্রমিক, ডাক্তার, নার্স, পুলিশ, প্রশাসন ও সব বীর সৈনিকদের উদ্দেশ্যে। জেনেসিস বার্তার আরও আরও শ্রীবৃদ্ধি কামনা করে অগণিত সাহিত্যপ্রেমীরা।