প্রবাস মেলা ডেস্ক: রাজশাহী-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। কিন্তু মনোনয়নপত্র যাচাই-বাছাই কমিটি সমর্থক ভোটারদের স্বাক্ষরের তথ্য না পাওয়ায় অভিনেত্রীর মনোনয়ন বাতিল করেছেন। রোববার (৩ ডিসেম্বর) সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
তিনি বলেন, একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেসব ভোটারদের নাম ও স্বাক্ষর দিয়েছেন মাহি, সেগুলো যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায়নি। সাধারণত কোনো প্রার্থীর ১০ জনের ভোটার যাচাই করা হয়। এর মধ্যে তিনজনের তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি সংবাদমাধ্যমকে বলেন, আমি আপিল করবো। আপনারা জানেন যে, এর আগে আমি দলীয় এবং বঙ্গবন্ধু সংশ্লিষ্ট কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েছি। সেসব বাধা অতিক্রম করেই কিন্তু আমি প্রজেক্টগুলোয় সফল হয়েছি। এবারও আমাকে বাধা দিয়ে লাভ নেই। আমি আপিল করবো এবং ইনশাআল্লাহ এটাকে বিবেচনা করবেন আপিল বিভাগ।
এদিকে, গণমাধ্যমে এ মন্তব্য করার কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। এদিন দুপুর দেড়টার দিকে ফেসবুকে তিনি লেখেন, ‘জিদ একটা মারাত্মক ম্যাজিকাল জিনিস। আপনি চিন্তাও করতে পারবেন না, একটা মানুষের পজিটিভ জিদ ওই মানুষটাকে দিয়ে কি কি করাতে পারে।’
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকা আরও লেখেন, ‘আপনি কাউকে একবার খাবার নিয়ে খোঁটা দিন, দেখবেন পরবর্তীতে সে না খেয়ে থাকছে কিন্তু আপনার কাছে কখনোই খাবার চাচ্ছে না। আপনি কাউকে কোনো একটা নির্দিষ্ট স্থানে অপমানিত করুন, দেখবেন বেশিরভাগ মানুষই সেই জায়গাটায় আর ফিরে যাচ্ছে না।’
সবশেষ তিনি লেখেন, ‘টাকা নিয়ে খোঁটা খাওয়া মানুষ একদিন টাকার পাহাড় দাঁড় করিয়ে দেয়। যোগ্যতা নিয়ে খোঁটা শোনা মানুষ একদিন অভূতপূর্ব যোগ্যতার সহিত ফিরে আসে। সব মানুষের জিদ থাকা উচিত। তবে সেটা পজিটিভ জিদ। সেটা একটা নির্দিষ্ট কাউকে দেখিয়ে দেয়ার জিদ। “আমিও করতে পারি”, এটা প্রমাণ করার জিদ।’