মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: ১৪ জুলাই ২০১৮ শনিবার জেদ্দা বিমানবন্দরে হজ্বে আশা ৪১৯ জন বাংলাদেশি হাজীদের হাতে খেজুর ও জায়নামাজ তুলে দেন বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় বাংলাদেশ দূতাবাসের অফিসার সহ সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের অফিসারগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের হাজীদের সব ধরনের সেবা দিতে সরকারি ও বেসরকারীভাবে ডাক্তার, মোয়াল্লেম রয়েছে বলে হজ্মিশন অফিস সূত্রে জানা গেছে। এদিকে বিভিন্ন দেশ থেকে আসা সকল হাজীদের সেবা দিতে সৌদি সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন।