ক.ম জামাল উদ্দিন, জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: ১ এপ্রিল ২০১৯ সোমবার জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটে বাংলাদেশ সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে হটলাইন সেবা উদ্ভোধন করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ILO (International Labour Organization) এর মধ্যকার সম্পাদিত “Strengthen Labour Migration Governance” শীর্ষক Implementation Agreement এর অধীনে কনস্যুলেটের সাথে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের জন্য বিদ্যমান টেলিফোনিক ব্যবস্থার অতিরিক্ত হিসেবে এই হটলাইন উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া, এমপি স্থানীয় সময় সকাল ৯:৩০ এ কনস্যুলেট প্রাঙ্গণে এ হটলাইন এর উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় মোঃ ফজলে রাব্বী মিয়া বলেন, সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের বর্তমান দ্বি-পাক্ষিক সম্পর্ক অতীতের যে কোন সময়ের চেয়ে অত্যন্ত সৌহার্দপূর্ণ ও নিবিড়। যে কোন সময় যে কোন সমস্যা সম্পর্কে প্রবাসী বাঙ্গালিগণ কনস্যুলেটের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এবং তাৎক্ষনিকভাবে সমস্যার সমাধান পাবেন। এই হটলাইন স্থাপনের জন্য তিনি কনস্যুলেটকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন। তিনি বলেন, এই হটলাইনটি প্রবাসীদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ যা কনস্যুলেট এবং প্রবাসীদের মধ্যে দুরত্ব কমাবে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ, জেদ্দাস্থ বাঙ্গালি পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের প্রবাসীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রবাসীগণ বিনা ফি-তে হটলাইনের মাধ্যমে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত তাৎক্ষণিক সেবা গ্রহণ করতে পারবেন। হটলাইনটির নম্বর-৮০০২৪৪০০৫১।