কামাল পারভেজ অভি, মক্কা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট। ১০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে কনস্যুলেটের কনফারেন্সে হলে দিবস টি উদযাপন উপলক্ষে এক আলোচনার সভার আয়োজন করা হয়।
কুরআন তেলোয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় সভাপত্বিত করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। এ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর বাণী পাঠ করা হয়।
কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন তার বক্তব্যে বঙ্গবন্ধুর কারাগারে থাকার ইতিহাস ও কারাবন্দী চরম কষ্টের দিনগুলোর কথা বর্ণনা করে বলেন, তার এই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে,দেশ আজ স্বনির্ভর, প্রধান মন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে রূপ নিয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, হজ কাউন্সিলর মাকসুদুর রহমান, কনস্যুলেট এর কর্মকর্তা কর্মচারী, জেদ্দাস্থ কমিউনিটি নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী ও ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।