ক.ম জামাল উদ্দীন, খামিস মুশাইত, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশের বিদেশস্থ মিশন সমূহের বরাদ্দকৃত সরকারি অর্থের যথাযথ ব্যবহারের লক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা’র ব্যবস্থাপনায় ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেদ্দা গ্রান্ড গোল্ডেন হোটেল অডিটোরিয়ামে ২৬, ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। এসময় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন ও ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) সালাউদ্দিন নোমান চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় মধ্যেপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশসমূহের ১৩ টি মিশনের প্রতিনিধিগণ, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর সকল কর্মকর্তা কর্মচারীসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।