খলিল চৌধুরী, জেদ্দা, সৌদিআরব : বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আয়োজনে উন্নয়ন মেলা ২০১৮ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত মেলায় সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। এতে কনস্যুলেট প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মেলার শুরুতে কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন আগত প্রবাসীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় জেদ্দা’য় কর্মরত বীর মুক্তিযোদ্ধা এম. এইচ. ফারুককে কনস্যুলেটের পক্ষ থেকে ‘উত্তরীয়’ ও ফুল দিয়ে সম্মানিত করা হয়। এরপর বেগম সাবরিনা নাহরিন মেলার ‘ফুড কর্নার’ উদ্ধোধন করেন।
ফুড কর্নারে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল- বাংলা ও ইংরেজি শাখার ২টি স্টল অংশ নেয়। এতে দেশীয় ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠা ও দেশীয় খাবার ছিল। স্টল দুটির নামকরণ করা হয় পদ্মা ও মেঘনার নামে। এরপর কনসাল জেনারেল আগত প্রবাসীদের নিয়ে উন্নয়ন গ্যালারি পরিদর্শন করেন।
এ সময় ‘উন্নয়ন মেলা: অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর নির্মিত ভিডিও চিত্রের পাশাপাশি ব্যানার ও প্লাকার্ডের মাধ্যমে স্থিরচিত্রও প্রদর্শন করা হয়।
সবশেষে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর লোক সঙ্গীতের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উন্নয়ন কনসার্ট’ এর আয়োজন করা হয়। এতে অংশ নেন স্থানীয় শিল্পীরা।
মেলায় আগতরা দেশকে উন্নত সারির দেশে নিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্য প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।উন্নয়ন মেলা’য় কনস্যুলেটের সকল কর্মকর্তা/কর্মচারি, সংবাদকর্মী, জেদ্দাস্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পেশাজীবী ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।