খলিল চৌধুরী, সৌদিআরব: সৌদি আরবের মক্কা-জেদ্দা পুরাতন সড়ক নামে পরিচিত বাহারা মোজাহিদিন এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক সৌদি নাগরিক ও এক মায়ানমার-(বার্মা) প্রবাসী-সহ দু’জন নিহত হয়েছে। জানা যায়, গত ৩০-নভেম্বর শুক্রবার রাত প্রায় ১.৩০ মিনিটে এ দূর্ঘটনা ঘটে। জেদ্দা বাহারা নামস্থানে সম্পূর্ণ বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী গাড়ী ওভারটেক আসার সময় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মায়ানমার (বার্মা) প্রবাসী জাফর আলম নিহত হন ও দ্রুতগামী আসা গাড়ির ড্রাইভার ও যাত্রীর মধ্যে এক সৌদি নাগরিক হাসপাতালে নেয়ার পথে মারা যান। গুরুতর আহত অপরজন জেদ্দা নগরীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানাগেছে। এ সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত ও একজন গুরুতর আহত হন।