কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি মারা গেছেন। ১৮ ডিসেম্বর মঙ্গলবার দেশটিতে বসবাসরত মুহাম্মদ হারুন (৪৫) ও আবদুর রাজ্জাক (৩৫) নামের দুই প্রবাসী মারা যান।
জানা গেছে, জেদ্দার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হারুনের মৃত্যু হয়। পেশায় তিনি একজন বোরকা ব্যবসায়ী। বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে। নিহত আরেক প্রবাসী বাংলাদেশি আবদুর রাজ্জাক জেদ্দার হালাগার এলাকায় নিজ বাসায় সকাল সাড়ে ৯ টার দিকে মারা যান।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট গ্রামের। এই প্রবাসী বাংলাদেশি সৌদি আরবে ক্রোকারিজের ব্যবসা করতেন বলে জানা গেছে।