ক ম জামাল উদ্দীন: বাংলাদেশ কনুস্যলেট জেনারেল, জেদ্দায় সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ ২০১৯ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
কনস্যুলেট প্রাঙ্গনে ভোর ০৫:০০ ঘটিকায় ঢাকার স্থানীয় সময় সকাল ০৮:০০ ঘটিকার সাথে সঙ্গতি রেখে একযোগে সমবেত কণ্ঠে শুদ্ধসুরে জাতীয় সংগীতের আয়োজন করা হয় এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশ বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কনসাল জেনারেল কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে দিবসের অন্যান্য কর্মসূচীর সূচনা করা হয় এবং অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য জেদ্দা অঞ্চলে অবস্থানরত ০৪ জন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা’কে কনস্যুলেটের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাত এবং কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের প্রথম ভাগের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সন্ধ্যায় জেদ্দাস্থ Crown Playa Hotel –এ বিদেশী অতিথি ও বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিদের সম্মানে Reception Party’ র আয়োজন করা হয়। কনসাল জেনারেল এ সময় লেজার-শোসহ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিদেশী অতিথিদের নিয়ে কেক কাটেন এবং স্বাগত বক্তব্যে পেশ করেন।
কনসাল জেনারেল তাঁর বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। এ সময় জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের বাংলা ও ইংরেজী শাখার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে নৃত্য পরিবেশন করা হয়। সর্বশেষ নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সৌদি সরকারের উচ্চপর্যায়ের কমকর্তা, বিভিন্ন দেশের কূটনৈতিক ও ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারি, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সামাজিক-সাংস্কৃতির সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, মিডিয়ার প্রতিনিধি এবং অন্যান্য শ্রেণি-পেশার প্রবাসীগণ উপস্থিত ছিলেন।