কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দা শহরে গতকাল ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন বাংলাদেশি নাগরিক। বুধবার সৌদি স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে জেদ্দা শহরে ওই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি শ্রমিকদের বহনকারী একটি মিনিবাস চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, নড়াইল সদরের মহিসওলা গ্রামের মো. মনিরুল ইসলাম, চট্রগ্রাম লোহাগাড়া উপজেলার লাহুরিয়া গ্রামের সৈয়দ হোসেন, চট্রগ্রাম লোহাগাড়া উপজেলার অাউডিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের ইসরাফিল শেখ ও মাগুড়া জেলার মোহাম্মদপুর উপজেলার পলাশ বাড়িয়া ইউনিয়নের শাহ আলম। নিহতদের মরদেহ জেদ্দাস্থ কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের মধ্যে জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে ৪ জন, কিং আবদুল আজিজ হাসপাতালে ২জন, সৌদি জার্মান হাসপাতালে ৩ জন ও কিং আব্দুল্লাহ হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মিনিবাসে করে কাজে যাচ্ছিলেন হতাহতরা। ওই গাড়িতে যাত্রী ছিলেন মোট ১৭ জন। তারমধ্যে ১৬ জনই বাংলাদেশি। কেবল গাড়ির চালক ছিলেন পাকিস্তানি। চলার পথে বাসটির চাকা বিস্ফোরিত হয়ে ছিটকে পড়ে। পরে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাসটি ধাক্কা খায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণ করা হবে বলে দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন।