আবুল বাশার বুলবুল, জেদ্দা, সৌদি আরব: সৌদি আরবের জেদ্দায় পাক্ষিক প্রবাস মেলা পত্রিকা’র পঞ্চম বর্ষে পদার্পণ পালিত হয়েছে। আলোচনা পর্ব ও কেক কেটে পক্ষিক প্রবাস মেলা’র ৫ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ।
রোদ্দুর-বাংলা সম্পাদক আবুল বাশার বুলবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ ভূইয়া।
বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হুমায়ূন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথিগণের মধ্যে ছিলেন আশরাফ আলী, নূর মোহম্মদ নূর, সাংবাদিক মাসুদ সেলিম, সাংবাদিক বাহার উদ্দিন বকুল, শাহাদাত হোসেন, মোজাম্মেল হক মোল্লা, তাহা মিয়া, আবুল খায়ের, মন্তাজের আলী, আবদুল মান্নান প্রমুখ।
আলোচকগণ প্রবাস মেলা পত্রিকার প্রশংসা করেন এবং প্রবাসীদের জীবনমান উন্নয়নে প্রবাস মেলা অতীতের ন্যায় ভবিষ্যতেও ব্যাপক ভূমিকা রাখবে বলে আশাবাদ জানান। পাক্ষিক এ জনপ্রিয় পত্রিকার চলার পথ দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন সবাই।
প্রধান অতিথি বলেন, দেশের সাথে প্রবাসীদের সেতুবন্ধন হিসেবে মূল্যবান ভূমিকা রেখে চলেছে প্রবাস মেলা।
সভাপতির সমাপনী বক্তব্যে আবুল বাশার বুলবুল বলেন, প্রবাস মেলা প্রবাসীদের কথা বলে, বিশ্বের যেখানেই প্রবাসীর অবস্থান, সেখানেই প্রবাস মেলা পত্রিকার উপস্থিতি। তিনি বলেন, বর্তমান ইলেক্ট্রনিক মিডিয়ার যুগে প্রবাস মেলা প্রিন্ট কপি ছাপানোর পাশাপাশি অনলাইন প্রকাশ করে সকল প্রবাসীদের কাছে পৌঁছার চেষ্টা করছে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অভিবাসী বাংলাদেশিদের সমস্যা-সম্ভাবনা, সুখ-দুঃখ, অনুষ্ঠান-আয়োজন প্রচারে নিরলস ভূমিকা পালন করে চলেছে প্রবাস মেলা। পত্রিকাটির ধারাবাহিক সাফল্য কামনা করে তিনি প্রবাসীগণকে প্রবাস মেলার সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে জন্মদিনের কেক কেটে আনন্দ উপভোগ করেন অংশগ্রহণকারী সকলে।