মোহাম্মদ ফিরোজ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী এবং রোগ মুক্তি কামনায় জেদ্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম জেদ্দা সৌদি আরবের আয়োজনে গোল্ডেন হোটেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলি মুকিব, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান ।
জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হারুন মোহাম্মদ শরীফ এর সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির আরেক নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রহমান, সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তপন, সিআইপি হেলাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন, মঈন চৌধরী, ফোরামের প্রধান উপদেষ্টা ইলিয়াস বিন রশিদ ও ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম।
ফোরামের প্রাক্তন সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক রফিক চৌধরী যৌথ প্রকাশনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র সভাপতি মাওলানা আছাব উদ্দিন, সহসভাপতি সফিক আহমেদ, মক্কা বিএনপির সাধারণ সম্পাদক আবছার হোসেন, সিনিয়র সদস্য নজরুল সিকদার, আব্দুর রাজ্জাক, সাঈদ আনোয়ার, ইমন ইসমাইল, মাহমুদুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ রশিদ, মোহাম্মদ হোসেন, ইলিয়াস ইলু ও সাজ্জাদ হোসেন প্রমুখ ।
বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী জানিয়ে বলেন, দেশের একাধিকবারের প্রধানমন্ত্রীর ও সাবেক রাষ্ট্রপতির পত্নী উপরে সরকার যেভাবে নির্যাতন চালাচ্ছে তার এই দেশের রাজনৈতিক ইতিহাসে জঘন্য অধ্যায় হয়ে থাকবে। তারা অবিলম্বে দেশের গুম খুন বন্ধ করে দেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় উদ্যোগী হতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান । সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।