ক ম জামাল উদ্দীন, খামিস মুশাইত, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ কনুস্যলেট জেনারেল, জেদ্দার উদ্যোগে “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯” যথাযোগ্য মর্যাদায় কনস্যুলেট প্রাঙ্গণে উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে কনসাল জেনারেল কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধর্নিমিত করণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক ২১ ফেব্রুয়ারি ২০১৯ উপলক্ষ্যে প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। এরপর কনসাল জেনারেল এফ. এম. বোরহান উদ্দিন কর্তৃক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষাদিবস উপলক্ষ্যে বক্তব্য প্রদান করা হয় এবং কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত শহীদ মিনাওে পুস্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বে-সামরিকবিমান পরিবহন ও পর্যটনমন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাননীয় সংসদসদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনস্যুলেটের কনসাল জেনারেল এফ.এম. বোরহান উদ্দিন।
আলোচনার শুরুতে ঢাকার চকবাজারে গত রাতে অগ্নি দুর্ঘটনায় নিহত ও আহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়।
এসময় কনস্যুলেটের সকলকর্মকর্তা/কর্মচারী, “বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল”, জেদ্দার বাংলা ও ইংরেজী শাখার শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ, জেদ্দা’স্থ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ীএবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।