মোহাম্মদ ফিরোজ:সৌদি আরবের জেদ্দায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি বাংলাদেশি অভিবাসীদের সাথে মঙ্গলবার রাতে মতবিনিময় করেছেন। স্থানীয় লাসানি হোটেলে আয়োজিত সভায় জেদ্দা, মক্কা ও তায়েফ শহরে বসবাসরত ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশীরা যোগ দেন।
এ সময় বাংলাদেশ থেকে আগত প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দুইজন যুগ্ম সচিব ও জেদ্দা কনস্যুলেটের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য কমিউনিটি পরিচালিত দুইটি স্কুলের কার্যক্রম অব্যাহত রাখার জন্য সরকারি সহায়তার পাশাপাশি স্কুলগুলোর জন্য নিজস্ব জমি ক্রয় ও স্থায়ী ভবন নির্মাণ, বিমান বন্দরে হয়রানি বন্ধসহ বেশ কিছু দাবি জানিয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সব সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের জন্য চেষ্টা করবেন বলে জানান।
এ সময় তিনি অভিবাসীদের যেকোনো সমস্যা ই-মেইলে এ জানানোর জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, এর আগে মাননীয় প্রতিমন্ত্রী রিয়াদে গত সোমবার রাতে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস কতৃক আয়োজিত প্রবাসীদের সাথে মতবিনিময় করেন। পরে বিমান যোগে মদিনায় যান যেখানে মহানবী হযরত মুহাম্মদ (স:) রওজা জেয়ারত করে মক্কায় এসে ওমরাহ পালন করেন।