মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সামাজিক সংগঠন থেকে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র বিভিন্নভাবে উপকৃত হয় সে ধারাবাহিকতায় নবগঠিত চাঁদপুর জেলা প্রবাসী কল্যাণ সমিতি জেদ্দায় বসবাসরত চাঁদপুর প্রবাসীদের আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ২২ ডিসেম্বর ২০২৩ জেদ্দার স্থানীয় একটি হলরুমে নবগঠিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত সভাপতি হাবিবুর রহমান রাঢ়ী এর সভাপতিত্বে, নব-নিযুক্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বেপারী ও হাবিব রহমান পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট এর কার্যালয় প্রধান কাউন্সিলর আজিজুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান উপদেষ্টা দেলোয়ার সরকার।
বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দার রেজিওনাল ম্যানেজার এনায়েত করিম সরকার সহ জেদ্দার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যক্তিবর্গ ও আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, নাট্যকার জাহাঙ্গীর আলম হৃদয়ের সাবলীল উপস্থাপনায় বাংলাদেশ থেকে আগত সংগীতশিল্পী ঝিলিক বাবু, স্বর্ণা আক্তার রাকা জারা ও জেদ্দার স্থানীয় শিল্পীদের নাচে গানে মেতে ওঠেন জেদ্দার প্রবাসীরা। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।
ব্যতিক্রমী ছিলো শিশুদের বাস্কেটবল খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ। উপস্থিত দর্শকদের নিয়ে ছিলো ধাঁ-ধাঁ খেলা, সে পর্বে উপস্থিত সঠিক উত্তর দাতাদের হাতে সংগঠনের পক্ষ থেকেও পুরুষ্কার তুলে দেয়া হয়েছে।
সংগীত আয়োজনে জেদ্দার শুভেচ্ছা ব্যান্ড এবং মিউজিকে ছিলো- আজিজুল হক মিলন, কিবোর্ড মিলন, লিট গিটার ইমরান, বেজ গিটার মামুন, পারকেশন সাকিল, ঢোলে মমিন, প্যাডে কাইয়ুম, সাংস্কৃতিক সমন্বয়ে ছিলো মো: দিপু।