মোহাম্মদ ফিরোজ, চট্টগ্রাম: জিনিয়াস স্টুডেন্ট ফোরামের স্বাস্থ্য সেবা প্রকল্পের ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে । চট্টগ্রাম সিটিকর্পোরেশনের পাঁচলাইশ ৩নং ওয়াড কার্যালয়ে কাউন্সিলর কফিল উদ্দিন খান এর সার্বিক সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় উক্ত ক্যাম্পে শতাধিক সুবিধা বঞ্চিত মানুস স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
স্বাস্থ্য ক্যাম্প উদ্ভোদধ করেন কাউন্সিলর কফিল উদ্দিন খান,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জিনিয়াস স্টুডেন্ট ফোরামের সভাপতি শাহিদা আক্তার জোনাকী, নির্বাহী পরিচালক ইঞ্জি. মো: আব্দুল মালেক সুমন। আলতাফ হোসেন হৃদয়, আরিফুল ইসলাম হৃদয়, আনিকা, তানিয়া, উম্মে মেহেরাজ, ইমাম, তারেক প্রমুখ। কাউন্সিলর কফিল উদ্দিন খান বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে জিনিয়াস স্টুডেন্ট ফোরাম যা খুবই প্রসংসার দাবিদার তাদের কার্যক্রমকে আরো প্রসার করার জন্য আহ্ববান জানান।