নাসরিন আক্তার মৌসুমী
কুয়েত সিটি, কুয়েত
তোমার গায়ের শার্ট হয়ে তোমাকে জড়াতে চাই
তোমার চোখের চশমা হয়ে নাকটা চেপে ধরতে চাই
তোমার বুক পকেটের কলম হয়ে পকেটে থাকতে চাই
তোমার হাতের মোবাইল হয়ে কথা বলতে চাই
তোমার পায়ের কদম মিলিয়ে সঙ্গে হাঁটতে চাই
তোমার ভাবনাতে সকাল সন্ধ্যা আমি হতে চাই
ঘুমের চোখে স্বপ্ন হয়ে আমি থাকতে চাই
তোমার বিছানার বালিশ হয়ে ঘুম পাড়াতে চাই
তোমার গায়ের কম্বল হয়ে তা দিতে চাই
তোমার গ্লাসের পানি হয়ে তৃষ্ণা মিটাতে চাই
তোমার কায়ার সাথে ছায়া হয়ে মিশে যেতে চাই
তোমার হাতে হাত রেখে সাথী হতে চাই
হবে কী তুমি আমার সাথী জিজ্ঞেস করতে চাই…?