প্রবাস মেলা ডেস্ক: গ্লোবাল ইন্টারন্যাশনাল সিস্টেম (জিআইএস) কৌশল প্রয়োগ করে পরিকল্পনা সংশ্লিষ্ট নানান সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
১৭ নভেম্বর শনিবার রাজধানীর বাংলামোটরস্থ প্ল্যানার্স টাওয়ারে বিআইপি’র উদ্যোগে ‘বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০১৮’ উপলক্ষে বিশ্ব জিআইএস দিবস ২০১৮ এর ‘পরিকল্পনায় জিআইএসের প্রয়োগ শীর্ষক এক সেমিনারে বক্তারা একথা বলেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)’র সভাপতি অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিআইপি’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান।
সভাপতি নগর পরিকল্পনাবিদ ড. একেএম আবুল কালাম তার বক্তব্যে বলেন, জিআইএস ব্যবহার করে নগরীর সমস্যা সমাধান করা সম্ভব। সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জিআইএস এর ব্যাপক প্রয়োগের সুযোগ রয়েছে।
সেমিনারে পরিকল্পনাবিদ মো. জাহিদ হাসান সিদ্দিকী তার ‘বৈশ্বিক প্রেক্ষাপটে জিআইএস এবং স্মার্ট শহর’ শীর্ষক উপস্থাপনায় বলেন, আধুনিক উদ্ভাবনা ও সৃষ্টির কেন্দ্রবিন্দু শহরগুলো আজ অপরিকল্পিত নগরায়ন,জলবায়ু পরিবর্তন ও পরিবহন সমস্যার শিকার। এ সমস্যা মোকাবিলায় ‘স্মার্ট সিটি’ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সমসাময়িক বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে জিওস্প্যাশিয়াল (ভূস্থানিক) প্রযুক্তির সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে নগর উন্নয়ন পরিকল্পনাকে স্মার্ট করার জন্য সমসাময়িক নগর সমস্যাগুলোর দিকে লক্ষ্য স্থির করতে হবে।
সেমিনারে ‘চট্টগ্রাম শহরের প্রেক্ষাপটে ভূমিধ্স সংবেদনশীলতা মডেলিং এর ঝুঁকি মূল্যায়ন’, ‘খুলনা শহরের ওপর নগর তাপ দ্বীপের প্রভাব এবং ভূমি ব্যবহার ও ভূমি পরিবর্তনের মধ্যকার সম্পর্ক নির্ণয়’, ‘জিআইএস ব্যবহারের মাধ্যমে গণপরিবহনে প্রবেশগম্যতা পরিমাপ’ এবং ‘জিআইএস ভিত্তিক কৌশলের মাধ্যমে চট্টগ্রাম শহরের উপকূলীয় তটরেখার স্থানান্তর পর্যালোচনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এতে আরও বক্তব্য দেন- বিআইপির সহ-সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ মুহাম্মদ মাজহারুল ইসলাম, মামুন চৌধুরী, রবিউল আউয়াল, হামিদুল হাসান প্রমুখ।