মহিউল করিম আশিক, দুবাই, ইউএই: আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি, প্রবাসে যারা বসবাস করেন তাদের স্বর্ণ প্রবাসী বলে আখ্যায়িত করেন জাতীয় সমাজতান্ত্রিক দল ও তথ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপি।
আমিরাতের শারজায় হুদায়বিয়া রেস্টুরেন্ট হলরুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, দেশের অর্থনীতি আজ ৩টি ভিতের উপর দাঁড়িয়ে আছে যার একটি হল প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স। তিনি বলেন, প্রবাসীরা দেশ এর বোঝা না, দেশ এর সম্পদ তাদের প্রতি সম্মান সূচক আচরণ করা উচিৎ।
প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ইউএই এর সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাসদ এর সেকেন্ড ইন কমান্ড আব্দুল্লাহিল কাইয়ুম। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজাদুল গনি। তিনি বলেন, সংসদ সদস্যদেরকে প্রবাসীদের ট্রাভেল ট্যাক্স বন্ধ, কর্মক্ষম ও দুস্থ প্রবাসীদের ভাতা প্রদান, দুতাবাসে এমআরপি মেশিন স্থাপনের দাবি সংসদে উথাপন করার আশা ব্যক্ত করেন।
লিটন আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাহাতাব আলী, ইস্রাফিল শেখ, আশরাফুল আলাম মুকুল, বাবুল হোসেন বকুল, আসাদ, নজরুল, সুভাষ দেবনাথ, হাফিজুর রাহমান, ইয়ার মোহাম্মাদ ও আকমল।
অনুষ্ঠান শেষে আমিরাতের সফল ব্যবসায়ী আজাদুল গনি, ইস্রাফিল শেখ, মাহতাব আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আমিরাতের বিভিন্ন প্রদেশের সমাজতান্ত্রিক দল ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মী ও কমিউনিটি ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।