প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বিকেল ৩টায় বাংলাদেশ জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাসদ এক আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের পাঠানো স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাসদের সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া। আলোচক হিসেবে থাকবে জাতীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে বাংলাদেশের একটি রাজনৈতিক দল । ২০১৬ সালে ইনু নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলে বিভক্তি থেকে দলটির উত্থান ঘটে। শরীফ নুরুল আম্বিয়া নতুন জাসদ শাখার সভাপতি এবং নাজমুল হক প্রধান সাধারণ সম্পাদক হন।