হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী পাটদিয়াকূল গ্রামের মৃত্তিকার সন্তান, জার্মান প্রবাসী আওয়ামীলীগের সাবেক সভাপতি, ‘৭৫ পরবর্তী দুর্দিনে প্রবাসে নিবেদিত প্রাণ আওয়ামীলীগের সংগঠক, রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ’এর স্নেহভাজন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সহযোদ্ধা ও সহচর, আনোয়ারুল ইসলাম রতন আর নেই!
তিনি ২৬ জুন ২০২০, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫.০০টায় জার্মান লাংগেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ, সংসদ সদস্যবৃন্দ সহ অনেকেই গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাঁর মৃত্যুতে আমেরিকায় বসবাসরত বাঙালিরা শোক প্রকাশ করেছেন। আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুকে কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি এডভোকেট শাহ আজিজুল হক বলেন, অনেকের মাঝে তিনি ছিলেন আমার অন্যতম অকৃত্রিম বন্ধু। বৃহত্তর একটি সার্কেলের অঘোষিত অনুঘটক। আমাদের মাঝে সংযোগ সেতু, ভাব আদান প্রদানের সওদাগর! তাঁর আপ্যায়ণ, আন্তরিকতা, মেলবন্ধন রচনার বিপুল প্রাণ বন্যায় জীবন নদীর দুকূল প্লাবিত করে তাঁর প্রবাহমান ধারা মনে করিয়ে দিতো ‘পাট দিয়া কূলে’ তাঁর জন্ম স্বার্থক! তিনি অসুস্থ্য হওয়ার কিছুদিন আগে ফোন করে বলেছিলেন, ‘ঢাকা আসছেন কবে? … অনেক কথা আছে… দেরী করবেন না… তাড়াতাড়ি আসেন..!’ কিন্তু আর দেখা হলো না! কি কথা ছিল তাও জানা হলো না! তবে তাড়াতাড়ি যাওয়ার ডাকটি বুঝতে পারছি। তিনি চলে গিয়ে জানান দিয়ে গেলেন আমাদেরও যাওয়ার সময় হয়েছে!