প্রবাস মেলা ডেস্ক: দাঙ্গা-সহিংসতা ছড়ানোর দায়ে ইরিত্রিয়ার ২০০ প্রবাসী গ্রেফতার হলেন জার্মানিতে। ১৮ সেপ্টেম্বর ২০২৩, রবিবার স্টুটগার্টে ছিলো তাদের একটি অনুষ্ঠান। খবর এপির।
অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ার্কির সমর্থকরা। কয়েকশ বিরোধী সেখানে উপস্থিত হলে বাঁধে সংঘাত। পরস্পরের দিকে ইট-পাটকেল আর কাঁচের বোতল ছুঁড়তে থাকেন তারা। পরিস্থিতি মোকাবেলায় ৩০০ পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়। কিন্তু সংঘাতে আহত হন ২৬ জন।
এই ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত সপ্তাহে ইসরায়েলের একটি আয়োজনেও ইরিত্রিয়া প্রবাসীরা সংঘাতে জড়ান।
১৯৯৩ সালে স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় ইরিত্রিয়া। কিন্তু সরকারের চাপ সইতে না পেরে বহু মানুষ ছাড়েন দেশ। পাড়ি জমান ইউরোপের দেশগুলোয়।