প্রবাস মেলা ডেস্ক: জার্মানি যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানা । ২৩ জুন জার্মানির মানচিনে ইউরো বাংলা ইভি’র আয়োজনে একটি ‘শো’তে অংশ নিতে সেখানে যাচ্ছেন তারা।
দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই দম্পতি। এখনও নতুন উদ্যমে গান করে যাচ্ছেন তারা। করছেন দেশ-বিদেশের স্টেজ শোও।
শোতে গান ছাড়াও নৃত্য, আবৃত্তি থাকবে বলে জানা গেছে। গান গাইবেন রফিকুল আলম ও আবিদা সুলতানা।
রফিকুল আলম এ বিষয়ে বলেন, বেশ ভালো মানের একটি আয়োজন হচ্ছে জার্মানিতে। সে কারণেই এ আয়োজনে অংশ নিতে যাচ্ছি আমি ও আবিদা। আমরা সেখানে ২৩ জুন গাইবো। আশা করি খুব ভালো একটি শো হবে।