প্রবাস মেলা ডেস্ক: স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জার্মান আওয়ামীলীগ, হামবুর্গ শাখা জাতীয় শোক দিবস পালন করেছে। ১৭ আগস্ট, শনিবার হামবুর্গ শহরের কমিউনিটি সেন্টারে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
জার্মান আওয়ামী লীগ হামবুর্গ শাঁখার সাধারণ সম্পাদক এ্যাপলো আলমগীর অনুষ্ঠানটি সঞ্চালনায করেন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি প্রদান করে। বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। তারপর পবিত্র কোরআন তেলওয়াত ও মোনাজাত পরিচালনা করেন সফিক সিকদার। জাতীয় সংগীত পরিবেশন করেন শিল্পী টিটো চৌধুরী ও আবুল কাসেম ফজলুল হক, শাহজাদ কবির ও রাজিয়া এ্যাপলো। পরে স্বরচিত কবিতা পাঠ করেন দাওয়ুত হায়দার।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিকের উপরে আলোকপাত করেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নায়নশীল দেশ ও সোনার বাংলা তৈরী করতে পারেন বক্তারা সেই আশাবাদও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান আওয়ামীলীগ হামবূর্গ শাখার সভাপতি গাজী আব্দুল মওদুদ (রংকু), জার্মান আওয়ামীলীগ হামবুর্গ শাখার সাধারণ সম্পাদক এ্যাপলো আলমগীর, বীর মুক্তিযাদ্ধা মাহাবুব আলম, রাজীয়া এ্যাপলো, কামাল সিকদার, সফিক সিকদার, মাহামুদ ভুলুসহ এবং স্থানীয় আওয়ামীলীগ হামবুর্গ শাখার সংগ্রামী সহযোদ্ধারা।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর উপর একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। সবশেষে ডিনার পরিবেশন করা হয়।