আব্দুল্লাহ আল মামুন, টোকিও, জাপান: বাংলাদেশি ও জাপানীজ গণমাধ্যম ও মিডিয়া ব্যাক্তিত্বদের নিয়ে পথ চলা শুরু করেছে জাপান-বাংলাদেশ প্রেস ক্লাবের (জেবিপিসি)
৩০ সেপ্টেম্বর রোববার বিকেলে টোকিওর একটি হলে এই জন্য এক সাধারণ সভার আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছে সাংগঠনিক সম্পাদক গোলাম মাসুম জিকু।
কলামিস্ট ও সাংবাদিক প্রবীর বিকাশ সরকারকে সভাপতি এবং লেখক ও সাংবাদিক পিআর প্ল্যাসিডকে সাধারণ সম্পাদক করে ১৭ জন কার্যকরী সদস্য বিশিষ্ট এই ক্লাবের শুভ যাত্রা শুরু হয়। এছাড়া রয়েছে পাঁচজন উপদেষ্টা।
এই কমিটি আগামী ২ বছরের জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে।
জাপান-বাংলাদেশ গণমাধ্যম ও মিডিয়া ক্ষেত্রে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলে আশা প্রকাশ করেছে কমিটির উপদেষ্টারা।