সাজ্জাদ হোসেন সজিব, টোকিও, জাপান: ছাত্রলীগ কর্তৃক বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে জাপানস্থ টোকিও বাংলাদেশ এ্যাম্বাসির সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম অফ জাপান।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আবরার হত্যার দ্রুত আইনে বিচার চাই। আবরারের মত আর কোন মেধাবীকে যেন অকালে জীবন দিতে না হয় সে জন্য আবরার হত্যার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বক্তারা আরও বলেন, ছাত্র রাজনীতি বন্ধ নয়, সারাদেশে খুনী, চাঁদাবাজ, টেন্ডারবাজ অপরাজনীতি বন্ধ করতে হবে । ক্যাম্পাসে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে।
মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম অফ জাপানের, উপদেষ্টা মির রেজাউল করিম রেজা, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফ, সদস্য মাসুদ পারভেজ প্রমুখ।