বিপ্লব গোস্বামী, কোলকাতা, ভারত:
জানি তুমি ভুলে যাবে
যেমন করে গাছ ভুলে যায়
খসে পড়া পাতা।
অমনি করে তুমিও ভুলে যাবে
নূতনকে পেয়ে গেলে, ভুলবে
মম স্মৃতি-কথা!
জানি তুমি ভুলে যাবে
যেমন করে পাখি ভুলে যায়
খসে পড়া পালক।
অমনি করে তুমিও ভুলে যাবে
নূতনের মন পেতে, আমায়
ফেবুতে করতে ব্লক!
জানি তুমি ভুলে যাবে
যেমন করে সাগর ভুলে যায়
শুকনো মরা গাঙ।
অমনি করে তুমিও ভুলে যাবে
তুমি মজবে নূতনের প্রেমে, আমি
হবো দৃষ্টিতে আপাঙ্গ!