প্রেস বিজ্ঞপ্তি: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর উত্তর ঠাকুরবাজারস্থ প্রধান কার্যালয়ে ২১ আগস্ট ২০২০, শুক্রবার সকাল ১০ ঘটিকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক সৈয়দ আমরুজ্জামান সবুজের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এরশাদ আলম বেপারীর সঞ্চালনায় দোয়া মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শিল্পী আতাউর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জয়জিত সরকার জয়, প্রচার সম্পাদক শিল্পী আরমান হোসেন, সদস্য রৌশনারা বেগম প্রমূখ।
দোয়া মাহফিলে জাতিরজনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শেখ জালাল উদ্দীন।