হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৩ ডিসেম্বর ২০২০, বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস ‘বঙ্গবন্ধু বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপদেষ্টা হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি, আওয়ামীলীগ নেতা এম এ করিম, এডভোকেট বলরাম পোদ্দার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েলের পরিচালনায় সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য মানিক লাল ঘোষ, স্বাধীনতা পরিষদের করিম আহমেদ, মেহেদী হাসান, ফরিদ উদ্দিন আহমেদ, রোকন উদ্দিন পাঠান, মাওলানা আসাদ, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।