হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৫ মে ২০১৯ বুধবার এষ্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট মিলনায়তনে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাপার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমানের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারছিনার পীর মাওলানা শাহা সাইফুল্লা ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সাবেক সংসদ শহীদুর রহমান, উপদেষ্টা সৈয়দ শওকত আলী ও গিয়াস মজুমদর।
এসময় আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র সহ-সভাপতিও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ ও জাপার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, জাপার যুগ্ম-সাধারণ আবদুল করিম, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ লুৎফুর রহমান, জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার যুগ্ন প্রচার ফেরদৌস ওয়াহিদ, যুব-বিষয়ক সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াছ, কোষাধ্যক্ষ আকতার কবির, যুগ্ম-যুব বিষয়ক সম্পাদক আবদুল মোতালের, কেন্দ্রীয় সদস্য আবদুর নূর, জাতীয় মহিলা পার্টির উপদেষ্টা সানওয়ারা বেগম, জাতীয় যুব-সংগতির সাধারন সম্পাদক এ,কে, কাইরুল আলম,নিউইয়র্ক সিটি কমিটি সভাপতি এডভোকেট মোঃ হানিফ, নিউইয়র্ক সিটি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও সহ সভাপতি বাচ্চু মিঞা, সদস্য মীর জাহাঙ্গীর প্রমুখ।
ইফতার এর পূর্বে পরম করুনাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন এডভোকেট মোঃ হানিফ, চারছিনার পীর মাওলানা শাহ্ মোহাম্মদ সাইফুল্লাহ্ ছিদ্দিকী মুসলিম জাহানের শান্তি কামনা করে ইফতার মাহফিলে মোনাজাত করেন। পরিশেষে সভাপতি হাজী আবদুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং দেশীয় সাজে ইফতার পরিবেশন করা হয়।