হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ১৫ অক্টোবর সোমবার সন্ধ্যা ৭ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ টেষ্ট অব লাহোর রেষ্টুরেন্টে জাতীয় পার্টির নিউইয়র্ক মহানগর শাখা পুনঃগঠন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি নিউইয়র্ক মহানগর শাখার সভাপতি শুভংকর গাঙ্গুলী।
সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা গিয়াস মজুমদার, ডা. সেলিম উদ্দিন, জাপার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাজী আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় সদস্য হাজী জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাবেক ছাত্রনেতা আবু তালেব চৌধুরী চান্দু। সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভানেত্রী ডাঃ নার্গিস রহমান ও সাধারণ সম্পাদিকা শাহানাজ বেগম, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আবিদুর রহমান, জাতীয় যুব সংহতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী প্রমুখ।
সভায় আগামী ২ বৎসরের জন্য জাতীয় পার্টি নিউইয়র্ক শাখার সভাপতি শুভংকর গাঙ্গুলী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন সহ ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গটিত হয়। নতুন কমিটি আগামী দিনে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সাথে মিলে মিশে কাজ করবে এবং চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এর হাতকে শক্তিশালী করবে।