মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রাজধানী রিয়াদে নারায়ণগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর সঙ্গে প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর ১০ম জন্মদিন উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে। নারায়ণগঞ্জের প্রবাসী ব্যবসায়ী ও ইনভেস্টর সাইফুল ইসলাম এর উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এবং প্রবাসী ব্যবসায়ী ইনভেস্টর লায়ন ইসমাইল হোসেন, ইনভেস্টর আবদুল গনি, নারায়ণগঞ্জ প্রবাসী ব্যবসায়ী আল আমিন সিকদার, প্রবাসী ব্যবসায়ী আবদুস সাত্তার।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন- রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক আবদুল জলিল রাজা, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদ অঞ্চলের রিজোনাল ম্যানেজার আল মামুন ফারুক, রিয়াদ আওয়ামী পরিষদের যুগ্ম সম্পাদক আলি নুর ইসলাম রনি, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া ইলিয়াস, কৃষকলীগের সভাপতি গিয়াস মজুমদার, শিপা সানাইয়া আওয়ামী পরিষদের সভাপতি আকরাম ফকির সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ থেকে আগত জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু তার বক্তব্যে বলেন- প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে সবাইকে কাজ করতে হবে, একজন প্রবাসী মারা গেলে তার মরদেহ বিনা খরচে নেয়ার ব্যবস্থা করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে, রেমিট্যান্স যোদ্ধারা নিজ পরিবারের পাশাপাশি, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য ভূমিকা রাখছেন, তাদের সন্মান দেয়া সরকারের নৈতিক দায়িত্ব। প্রবাসের মাটিতে দেশের সন্মান বজায় রেখে কাজ করতে হবে এবং সৌদি আরব সরকারের সকল আইন মেনে চলার জন্য আহবান জানান তিনি।
সবশেষে জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর হাতে সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় এর লিখা দুটি বই শুভেচ্ছা উপহার হিসাবে তুলে দেয়া হয়।