প্রবাস মেলা ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এম.পি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৩ জুলাই ২০২২, শুক্রবার দিবাগত রাত ২টায় (নিউইয়র্ক সময় বিকাল ৪টা) তিনি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ ২৩ জুলাই ২০২২, শনিবার গণমাধ্যমে প্রেরিত শোক বার্তায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও টাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তিনি গাইবান্ধা জেলায় তাঁর সংসদীয় আসন-৫ এলাকায় ছিলেন খুবই জনপ্রিয় ৭ বার তিনি সংসদ সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করেন। বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার হিসাবে দশম ও বর্তমান একাদশ সংসদে দায়িত্ব পালন করছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১১নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। সংসদীয় গণতন্ত্রে অসামান্য ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। দেশ একজন অভিজ্ঞ আইনবিদ, প্রাজ্ঞ পার্লামেন্টারিয়ান দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। ফজলে রাব্বী মিয়ার মুত্যুতে বাংলাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি হলো। তিনি ছিলেন মানবিক, সদা হাস্যউজ্জল ও মহৎ মনের অধিকারী। শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান’।
শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।