মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ সমিতি আরব আমিরাতের ফুজিরা শাখার উদ্যোগে ৩দিন ব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও জাতীয় শোক দিবস পালন করা হয়। তিনদিনের কর্মসূচীতে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও স্বেচ্চায় রক্তদান কর্মসূচী।
বাংলাদেশ সমিতি ফুজাইরাহ শাখার সভাপতি মোহাম্মদ মাসুদুল হকের সভাপতিত্বে ও তিশা সেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা: মুহাম্মদ ইমরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ সমিতি ফুজাইরার সহ-সভাপতি তপন সরকার, বাংলাদেশ সমিতি ইউএইর যুগ্ম সম্পাদক নাছির তালুকদার, ফুজিরা সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুদ পারভেজ, থুম্বে গ্রুপের ফুজাইরা সিইও ডাঃ শিহাদ মোহাম্মদ কাদের প্রমুখ।
সভায় প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য আদর্শ। বাংলাদেশকে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে হলে তার আদর্শ অনুসরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।