প্রবাস মেলা ডেস্ক: ২৯ মার্চ শুক্রবার সকালে বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় গতকাল ঢাকা বনানীতে বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি সমবেদনা জানানো হয়। সংগঠনের সভাপতি মাসুদ খান বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, চৌদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, আওয়ামী লীগ নেতা এম এ করিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় সম্মিলিত আওয়ামী জোটের সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সহ-সভাপতি শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।