প্রবাস মেলা ডেস্ক: ১৫ জানুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি হলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক- জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে সংগঠনের সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে আয়োজিন আয়োজিত স্মরণ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি অতিথির বক্তব্য রাখেন ।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠানের পরিচালনায় স্মরণ সভায় সৈয়দ আশরাফের স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, ব্যারিস্টার জাকির আহমেদ, সাংবাদিক কুদ্দুস আফ্রান, জয়ন্ত আচার্য, জাকারিয়া হানিফ, হুমায়ূন কবির মিজি, আলহাজ্ব এস এম তৌহিদ, মীর আবু হানিফ, খন্দকার ফরিদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।