প্রবাস মেলা ডেস্ক: আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্যমন্ত্রণালয়। মঙ্গলবার বিকেলে প্রজ্ঞাপনটি প্রকাশ করে তথ্যমন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বিজয়ীদের নাম জানানো হয়। এবছর আজীবন সম্মাননাসহ মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩২টি।
‘আজীবন সম্মাননা’সহ বেশ ৫টি বিভাগে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা ও বীরমুক্তিযোদ্ধা খসরু এবং চিত্রনায়িকা রোজিনা।
এবারের আসরে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং রায়হান রাফীর ‘পরাণ’। ‘শিমু’র জন্য শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার পাচ্ছেন রুবাইয়াত হোসেন।
অভিনয়ের জন্য সেরার পুরস্কার দেয়া হচ্ছেন তিনজনকে। ‘হাওয়া’র জন্য চঞ্চল চৌধুরী, ‘বিউটি সার্কাস’ এর জন্য জয়া আহসান এবং ‘শিমু’র জন্য অভিনেত্রী নিকিতা নন্দিনী শিমুকে।
‘পরাণ’ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন নাসিরউদ্দিন খান, এবং ‘পাপ পুণ্য’র জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন গুণী অভিনেত্রী আফসানা মিমি। এছাড়া ‘দেশান্তর’ ছবির জন্য খল অভিনেতা নির্বাচিত হয়েছেন শুভাশীষ ভৌমিক এবং ‘অপারেশন সুন্দরবন’ এর জন্য কৌতুক অভিনেতা নির্বাচিত হয়েছে দীপু ইমাম।
শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে পুরস্কার যৌথভাবে ‘দামাল’ এবং ‘গলুই’ এর জন্য পুরস্কার পাচ্ছেন যথাক্রমে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং খোরশেদ আলম খসরু। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন মুহাম্মদ কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান (রোহিঙ্গা), শ্রেষ্ঠ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন মাহমুদ (শিমু)।
২৭টি বিভাগে ৩২টি পুরস্কারের পুর্ণাঙ্গ তালিকা: