প্রবাস মেলা ডেস্ক: ভারতে বাংলাদেশ দূতাবাসসমূহে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে “আধিপত্যবাদ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।
মানববন্ধনের সভাপতির বক্তব্যে কবি মোহন রায়হান বলেন, “আমরা কবি, লেখক, শিল্পীসমাজ কখনো কোনো জাতি-রাষ্ট্রের সার্বভৌমত্ব কিংবা জাতীয় পতাকার অসম্মান সমর্থন করি না। ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনাকে আমরা যেমন তীব্র নিন্দা জানাই, তেমনই বাংলাদেশের দূতাবাসসমূহে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনাকেও নিন্দা জানাই। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশনের পরিপন্থী এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা। আমরা দোষীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও শাস্তি দাবি করছি।”
জাতীয় কবিতা পরিষদের সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “আমরা বন্ধুপ্রতিম এবং প্রতিবেশীসুলভ আচরণ প্রত্যাশা করি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সম্মান রক্ষায় লেখক ও শিল্পী সমাজ সব সময় লড়াই করতে প্রস্তুত।”
যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা বলেন, “পতাকা অবমাননা জাতীয় বিবেকের অসম্মান। এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে আজ পুরো বিশ্ব সোচ্চার।”
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সম্মানিত সদস্য কবি মতিন বৈরাগী, কবি ও গীতিকার শহীদুল্লাহ ফরাজী, লেখক আব্দুল হাকিম মজুমদার, রাজনীতিক করিম শিকদার, কবি শ্যামল জাকারিয়া, কবি কামরুজ্জামান, কবি আসাদ কাজল, কবি রফিক হাসান, কবি এ বি এম সোহেল রশিদ, কবি ফরিদ ভূইয়া, কবি বাবু হাবিবুল, কবি সুমনা নাজনীনসহ দেশের খ্যাতিমান আরও অনেক লেখক ও শিল্পী।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু বিচার এবং দোষীদের শাস্তি দাবি করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে কবি, লেখক ও শিল্পীদের ব্যাপক অংশগ্রহণ ছিল।