প্রবাস মেলা ডেস্ক: ফিলিস্তিনের গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে ১৫৩টি দেশ, বিপক্ষে ছিল ১০টি দেশ। আর ভোট দেয়া থেকে বিরত ছিল ২৩টি দেশ। ১২ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির একটি প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হয়।
এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মৌরিতানিয়া ও মিশর এই প্রস্তাব তুলেছিল। বাংলাদেশ ও ভারতসহ ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ ১০টি দেশ ভোট দিয়েছে বিপক্ষে। ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ।
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে সাধারণ পরিষদে প্রস্তাবটি যে পাস হবে তা আগেই ধারণা করা হচ্ছিল। সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়। কিন্তু তার রাজনৈতিক গুরুত্ব রয়েছে। বিষয়টি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত শুক্রবার (৮ ডিসেম্বর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলা হয়েছিল। প্রস্তাবটিতে ভেটো দেয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। এতে গাজায় রক্তক্ষয় থামানোর প্রয়াস ব্যর্থ হয়।
যুক্তরাষ্ট্রের ভোটের পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় আরও কয়েক শ বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত প্রায় ৫০ হাজার।