হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বিশিষ্ট শিল্পপতি লুৎফর রহমান নতুন গত ১৬ ডিসেম্বর সোমবার জাতিসংঘের সদর দপ্তর সামনে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত ৪৮তম বিজয় দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বাপসনিউজ এডিটর এবং প্রবাস মেলার সিনিয়র প্রতিনিধি হাকিকুল ইসলাম খোকন, গ্লোবাল ম্যাগাজিন সম্পাদক ও আইটিভি পরিচালক রিমন ইসলাম ,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা ইফজাল চৌধুরী এবং এইচ ইকবাল । বিজয় দিবসের অনুষ্ঠান শেষে তারা জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতেমা এবং নিউইয়র্কের বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফায়জুন্নেসার সাথে মতবিনিময় করেন।