প্রবাস মেলা ডেস্ক: জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চলাকালে সদর দফতরের সামনেই বিশৃঙ্খলা সৃষ্টি করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।
এ সময় দলের সভাপতির সমর্থনে জাতিসংঘ সদর দফতরের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। আর পাল্টা বিক্ষোভ করছিল বিএনপির নেতাকর্মীরাও। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ালে পাল্টাপাল্টি বোতল ছোড়াছুড়ি শুরু করে নেতাকর্মীরা। অনেকেই অল্প আঘাতপ্রাপ্তও হন।
অনেক চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন সেখানকার নিরাপত্তার কাজে নিয়োজিতরা। শেষ পর্যন্ত নিউইয়র্ক পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।