রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য শ্রদ্ধা ও উৎসাহ-উদ্দীপনার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী পালন করেছে।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়। জাতির পিতাকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদানের ভিডিও ডকুমেন্টারি এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও বার্তা প্রদর্শিত হয়। পরে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা।
জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান তার বক্তব্যে দেশ-বিদেশে শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। এছাড়া জর্ডান প্রবাসী বাংলাদেশি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন ও জালাল উদ্দিন বশির আলোচনায় অংশ নেন। পরে বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।