রাশেদ কাদের, আম্মান, জর্ডান প্রতিনিধি: জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করেছে। মান্যবর রাষ্ট্রদূত নাহিদা সোবহান দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ আগস্ট-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জর্ডানের সুশীল সমাজের সদস্যবৃন্দ, প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে দূতাবাস একটি বিশেষ সেমিনারের আয়োজন করে। সেমিনারে জর্ডানের বিশিষ্ট ইতিহাসবিদ, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের সদস্যবৃন্দ, প্রবাসী বাংলাদেশীগণ অংশগ্রহণ করেন। জর্ডানের বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ, জনাব ওমর মোহাম্মদ নাজ্জাল আরমুতি, ইতিহাস ও মিডিয়া বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আল-মানসির এবং জর্ডানিয়ান রাইটার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ড. শেরীন ইয়াসিন আল-হামাদানি সেমিনারে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেন। জর্ডানে বাংলাদেশ কমিউনিটির সদস্য জনাব জালাল উদ্দিন বশির এবং প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন সেমিনারে বক্তব্য রাখেন। মান্যবর রাষ্ট্রদূত সেমিনারে সমাপনী বক্তব্য রাখেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত এর মাধ্যমে দিবসের কর্মসূচী সমাপ্ত হয়।