আম্মান, জর্ডান থেকে: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা দেশে ফোন করে পরিবারের সদস্যকে বলার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জর্ডান শাখার নেতৃবৃন্দ।
৭ ডিসেম্বর শুক্রবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জর্ডান শাখার উদ্যোগে আম্মানের আলতাজুমার হল রুমে প্রবাসী নির্বাচন প্রচারণা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রবাসীদের জন্যে একটি প্রচারপত্র বিলি করা হয়।
জর্ডান বিএনপির সভাপতি দুর্জয় ভূইয়ার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জর্ডান বিএনপির সাধারণ সম্পাদক মো: বিল্লাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মেজবা উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ মামুন, সহ-সভাপতি সেলিম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান, সহ-সভাপতি কাশেম মজুমদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সহ জর্ডান বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।