মোহাম্মদ রাশেদ, আম্মান, জর্ডান: ৪ মার্চ ২০২০, বুধবার দুপুর ২টায় জর্ডানস্ত বাংলাদেশ দুতাবাসের হল রুমে জর্ডান বসবাসরত সকল কমিউনিটি ও সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জর্ডানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মনিরুজ্জামান ও প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ বশির সৌজন্যে সাক্ষাতে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সকল সমস্যা ও দাবিগুলো মনযোগে সহকারে শুনেন। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল পাসপোর্টে সবার জন্য ২২ জেডি, দূতাবাসের তত্ত্বাবধানে একটি আন্তর্জাতিক মানের স্কুল, ক্রীড়া সংঘঠনের জন্য খেলাধুলার সমগ্রী, ঢাকা আম্মান রুটে সাপ্তাহে একটি ফ্লাইট, জর্ডান থেকে বাংলাদেশে একটি কার্গো সার্ভিস।
রাষ্ট্রদুত বলেন, আমরা আন্তরিকভাবে চেষ্টা করব সবসময়ই আপনাদের পাশে থাকার জন্য। প্রবাসীরা দেশের সূর্য সন্তান। আপনাদের পাঠানো রেমিটেন্স এ দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা যে যার অবস্থান থেকে দেশের সুনাম বজায় রেখে কাজ করেন। এবং এই দেশের আইন কানুন ও কমিউনিটি কাজে শ্রদ্ধা রেখে কাজ করেন। যেন আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। দূতাবাস সবসময় বাংলাদেশিদের পাশে আছে এবং থাকবে। যে কোন সমস্যায় দূতাবাসে আসা এবং পরামর্শ নেওয়ার আহবান যানান। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকির বিভিন্ন পরিকল্পনার কথা যানান। অনুষ্ঠানে শেষে করোনা ভাইরাস সচেতনা নিয়ে প্রবাসীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।