রাশেদ কাদের জর্ডান থেকে: কথা ছিল লকডাউনের পর হাত রাঙ্গাবে মেহেদীর রঙে। বধু সেজে যাবে এক সৌদি প্রবাসীর ঘরে। কিন্তুু তা আর হলনা জর্ডান প্রবাসী পোশাক শ্রমিক লিপি আক্তারের। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরাতে গত পাঁচ বছর আগে জর্ডনের ইরবিদ আল হাছান ইন্ডাস্ট্রি এরিয়ার ক্লাসিক ফ্যাশনে কাজ করতে আসেন লিপি আক্তার। ইউনিট ৬ এ কাজ করত সে। গত ৭ মে, ২০২০ বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ বোধ করলে গার্মেন্টস কর্তৃপক্ষ তাকে কিং আব্দুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একদিন চিকিৎসা করার পর ৮ মে, ২০২০ শুক্রবার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত লিপি আক্তার দির্ঘ দিন যাবত টিভি রোগে ভুগছিলেন। লিপি আক্তার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চরকাশি গ্রামের তাজউদ্দীনের মেয়ে। মৃত দেহটি বর্তমানে স্থানীয় হাসপাতালের হিমাগারে আছে। লকডাউন শেষে বিমান চলাচল সাভাবিক হলে কতৃপক্ষ লাশটি খুব দৃত দেশে প্রেরণ করবেন