রাশেদ কাদের আম্মান, জর্ডান থেকে: জর্ডানস্থ স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে সবাই ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ। স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠনের পক্ষে তাদের প্রতিনিধি সাকলাইন সজিব বলেন, ১ মাস সিয়াম সাধনার পড়ে মুসলমানদের খুশির দিনের আগমন হলো, রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এই ঈদ খুশির সকলের মিলনের। সকলের এই খারাপ সময়ের মধ্যে ঈদ খুশির বারতা নিয়ে আসুক আনন্দ নিয়ে আসুক, কালো মেঘ আকাশ থেকে চলে যাক এই কামনা করি। করোনায় দেশ বিদেশে মৃত ব্যাক্তিদের ও তাদের পরিবারের সকলের প্রতি সমবেদনা রইলো, আল্লাহ তাদের বোহেশত নছিব করুন। সকলে নিরাপদ দুরুত্ব বজায় রাখা ও রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ রইলো।কোনোরকম অসুস্থতা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া ও প্রয়োজনে হোম কোয়ারান্টাইনে থাকা জরুরী।
স্বাধীন বাংলা ক্রীড়া সংগঠন দেশেও দেশের বাহিরে নানা কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে ও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করে দেশকে প্রবাসে পরিচিত করছে ও অর্থনীতিতে ভুমিকা পালন করছে। একদিকে খেলাধুলা যেমন শরীর গঠনে মন ঠিক করে প্রবাসের ক্লান্তি দূর করছে।দুঃখের বিষয় হচ্ছে করোনা ভাইরাসের কারণে ২মাস লকডাউনের ফলে মুজিববর্ষের সকল কার্যক্রম খেলাধুলা ও বিভিন্ন টুর্নামেন্ট (ক্রিকেট, ফুটবল) বন্ধ রয়েছে। তবে আশার কথা হচ্ছে অতি শিগগিরই আমরা আমাদের খেলাধুলার কার্যক্রম আবার পূর্বের ন্যায় পরিচালনা করতে পারবো। আল্লাহ সকলের মঙ্গল করুন।