হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটের শেখ রহমান চন্দন (ছবিতে মাঝে) এর হাতে প্রবাস মেলা’র প্রিন্ট কপি। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান চন্দন জর্জিয়া স্টেট এর সিনেটর নির্বাচিত হন।
বাংলাদেশের কিশোরগঞ্জে জন্ম নেয়া মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান শেখ রহমান চন্দনই প্রথম বাংলাদেশি যিনি স্টেট সিনেটে প্রতিদ্বন্দ্বিতার আগে নিজেকে ডেমোক্রেট পার্টির একজন শক্তিশালী নেতা হিসাবে গড়ে তুলে পার্টির জাতীয় নির্বাহী কমিটিতে কার্যকরীনির্বাহী সদস্য হিসাবে জায়গা করে নেন। শেখ রহমান ডেমোক্রেট পার্টির স্থায়ী সুপার ডেলিগেট হিসাবে দলটির নীতি নির্ধারণী বিষয়ে ভূমিকা রেখে আসছিলেন।
১৯৮১ সালে আমেরিকায় এসে নর্থ ক্যারোলাইনায় লেখাপড়া করার সময়ে ডিশওয়াশারের কাজ করে পড়ার খরচ সংকুলান করলেও আজকে তিনি স্বচ্ছল ব্যবসায়ী এবং ডেমোক্রেট পার্টির শক্তিশালী ডোনার। ১৯৯৫ সালে আমেরিকার নাগরিকত্ব পাবার পর জর্জিয়া স্টেট ইউনিভার্সিসিটি থেকে অর্থনীতি ও গ্লোবাল স্টাডিজে গ্র্যাজুয়েশন করেন। ২০০৮ সালে রাজনীতিতে জড়ান নিজেকে। যোগ দেন ন্যাশনাল একশন নেটওয়ার্ক, সিভিল লিবার্টি ইউনিয়ন ও ডেমোক্রেটিক পার্টি জর্জিয়ায়।
সম্প্রতি জর্জিয়া স্টেটে কৃতি এই বাংলাদেশির হাতে প্রবাস মেলা’র নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন পত্রিকার সৌজন্য কপি তুলে দেন।