ওয়াসীম আকরাম, বৈরুত, লেবানন: বাংলাদেশ দূতাবাস বৈরুত, লেবানন ১৯ জুলাই ২০১৮ বৃহস্পতিবার ২১০ জন বৈধ কাগজপত্র বিহীন প্রবাসী কর্মীর হাতে টিকেট তুলে দেন বাংলাদেশ সরকারের নিযুক্ত রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার। এসময় তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে অনেক কষ্টের বিনিময় তাদের হাতে টিকেট তোলে দিয়েছি যাতে তারা ঈদের আগেই দেশে স্বজনের নিকট ফিরে যেতে পারেন। পবিত্র হজ্ব এবং সামার ভ্যাকেশনের কারণে আসলেই এতগুলো টিকেট পাওয়া ছিল সত্যিই দুরুহ ব্যাপার। বিগত এক মাসের নিরলস চেষ্টা এবং সবশেষে কাতার এয়ারওয়েজের হেডকোয়ার্টারে টেলিফোন আলাপের ফলেই এ অসাধ্য সাধন সম্ভব হয়েছে বলে জানান রাষ্ট্রদূত মহোদয়।
এই টিকেট পাওয়া অবৈধ প্রবাসীরা আগামী ২২, ২৬, ২৭ ও ২৮ জুলাই ২০১৮ কাতার এয়ারওয়েজ-এর চারটি ফ্লাইটে তাঁরা দেশে পৌঁছাবেন। এই কয়’টি ফ্লাইট এ সব যাত্রী কোন বিপদ ছাড়া সুন্দর ও নিরাপদ ভ্রমণে পরিবার – পরিজনদের নিকট পৌঁছতে পারেন সেই কামনা করা হয়।
প্রসঙ্গতঃ রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার ২০১৫ সালে বৈরুত দূতাবাসে দায়িত্ব গ্রহণের পরই লেবানন প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শুরু করেন। এ মতবিনিময় সভায় বিভিন্ন সমস্যার মধ্যে আকামা বিহীন অবৈধ প্রবাসী বাংলাদেশিদের প্রধান দাবি ছিলো এবং তাঁদেরকে দূতাবাসের সহযোগিতায় জরিমানা ছাড়া যেন বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হয়। এখানে অনেক বাংলাদেশি ১০-১৫ বছর যাবত অবৈধভাবে রয়েছেন। এই সমস্যা সমাধানে রাষ্ট্রদূত লেবানন সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ শুরু করেন। লেবানন সরকারও তাঁর আহ্বানে সাড়া দেয়। যার ধারাবাহিকতায় ২০১৬ সালে বৈরুত দূতাবাস অবৈধ প্রবাসীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দূতাবাসে নাম লিপিবদ্ধ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদনে সাড়া দিয়ে প্রায় সাড়ে চার হাজার প্রবাসী দূতাবাসে নাম নিবন্ধন করেন। এর মধ্যে থেকে তিন হাজার ৯শ’ অবৈধ প্রবাসীকে জরিমানা ছাড়াই শুধু বিমান টিকেটের টাকা পরিশোধ করে দেশে ফেরত পাঠানো হয়েছে। ধাপে ধাপে নিবন্ধিত সকল অবৈধ প্রবাসীকে দেশে পাঠাচ্ছে বাংলাদেশ দূতাবাস।